BREAKING: অভিষেকের সভায় 'ব্যালট লুঠ'! নিলেন বিরাট সিদ্ধান্ত

অভিষেকের কর্মসূচির প্রথম দিনে ব্যাপক বিশৃঙ্খলা। গোপন ব্যালট পেপার ছিনতাই করলেন তৃণমূলের কর্মীরা। নবজোয়ারের প্রথম দিনে গণভোটের ব্যালট লুঠ। সাহেবগঞ্জ, গোসানিমারির সভাস্থলে হয়েছে ব্যাপক হাঙ্গামা।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek.jpg

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: অভিষেকের কর্মসূচির প্রথম দিনে ব্যাপক বিশৃঙ্খলা (Chaos)। গোপন ব্যালট (Ballot Paper) পেপার ছিনতাই করলেন তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ। নবজোয়ারের প্রথম দিনে গণভোটের ব্যালট লুঠ (Ballot Loot)। সাহেবগঞ্জ, গোসানিমারির সভাস্থলে হয়েছে ব্যাপক হাঙ্গামা। কিছু অতি উৎসাহী ঘটিয়েছে। কাল পুনর্নির্বাচন হবে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জনগণের উচ্ছ্বাসে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করা হলো। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফের গণভোটের সিদ্ধান্ত তৃণমূলের (TMC)।