মোদী সরকার নয়, মহিলা সংরক্ষণ বিল কংগ্রেস সরকারের?

লোকসভা ভোটের আগে মোদী সরকার মহিলা সংরক্ষণ বিল এনে মহিলা ভোটারদের আকৃষ্ট করার কৌশল বের করল। কিন্তু সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে দিলেন অধীর রঞ্জন চৌধুরী।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভায় মোদী সরকারের তরফে বিল পেশ হল মহিলা সংরক্ষণ সংক্রান্ত। সেটা নিয়ে অধীর বনাম শাহ। উত্তাল হয়ে উঠল নতুন লোকসভা।

'অটল বিহারি বাজপেয়ীর আমলে একাধিকবার মহিলা সংরক্ষণের বিল পেশ। ১৯৯৬ সালে এই সংক্রান্ত বিল প্রথম পেশ করা হয়। কিন্তু সংখ্যা না থাকায় বিল পাশ করানো যায়নি। মনমোহন সরকারের আমলে আনা বিল এখনও বৈধ', নতুন সংসদ ভবনে এমনটাই দাবি করলেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই সরকার নেই, বিলের বৈধতাও নেই, পাল্টা আক্রমণ করলেন অমিত শাহ। এদিকে মহিলা সংরক্ষণ বিলে সম্মতি জানাতে সকলকে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

rectify impact.jpg