নিজস্ব সংবাদদাতা : নবজোয়ার যাত্রার ২৪ দিন। বৃহস্পতিবার তিনদিনের বাঁকুড়া সফরে পৌঁছবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার সফর সূচিতে ঘটেছে বদল। নতুন সফর সূচি সম্পর্কে জানা যাচ্ছে যে, এদিন দুপুর আড়াইটে নাগাদ বড়জোড়া চৌমাথা মোড়ে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই লাল মাটির দেশে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে তাকে। এরপর বিকেল ৩টে ১৫ নাগাদ শালতোড়া কলেজ মাঠে কর্মসূচি রয়েছে।শালতোড়ার নেতাজি সেনটেনারি কলেজের খেলার মাঠে পাথর শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলার কথা রয়েছে অভিষেকের। সেখান থেকে গন্তব্য হবে ছাতনার দুবরাজপুর বাসস্ট্যান্ড মোড়। সেখানেই সারবেন জনসংযোগ।শেষে বাঁকুড়া দু নাম্বার ব্লকের বলরামপুর ফুটবল মাঠে ৯৮ টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে অধিবেশনে মিলিত হওয়ার কথা তার। এদিনের মতো কর্মসূচি শেষ করে অস্থায়ী তাবুতে রাত্রিবাস করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় পদ্মফুলের ঝড়ে সেভাবে মাথা চারা দিয়ে উঠতে পারেনি শাসকদল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল। বাঁকুড়ায় অভিষেকের নবজোয়ার কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার।