নিজস্ব সংবাদদাতা : কাঁধে বড় দায়িত্ব। তার ওপর সামনেই নির্বাচন। কোচবিহারে পৌঁছে মদন মোহন মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে শুরু তৃণমূলের নবজোয়ার যাত্রা। কোচবিহার থেকে শুরু হয়ে ক্যানিংয়ে শেষ হবে। তার আগে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন তিনি।