নিজস্ব সংবাদদাতা : নবজোয়ার যাত্রার মাঝেই ঘটে গেল বড় ঘটনা। জোড়াফুল হাতে তুলে নিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। অধীর চৌধুরীর হাত ছেড়ে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত। যোগদানের পর যৌথ সাংবাদিক বৈঠক করলেন অভিষেক-বায়রন। এদিন অভিষেক বায়রনকে স্বাগত জানান দলে। বিজেপির বিরুদ্ধে লড়াই সর্বাত্মক করতেই বায়রনের যোগ বলে মন্তব্য করেন তিনি। বায়রন বিজেপির বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যাবেন বলেই আশাবাদী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ''কংগ্রেস সিপিএমের জোটে বিজেপির লাভ হয়েছে। তৃণমূলকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে কংগ্রেস। রামধনু জোটের নির্যাস শূন্য।''
প্রসঙ্গত, বায়রনের তৃণমূলে যোগদানে কার্যত বিধানসভায় কংগ্রেস ফের শূন্য হয়ে গেল। সাগরদিঘি মডেলের পাল্টা বায়রনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডায়মণ্ডহারবার মডেল দেখাতে চেয়েছিলেন অভিষেক। উন্নয়নের স্বার্থে বায়রনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন অভিষেক। বায়রন তাতে সম্মতিও জানিয়েছিলেন। তখন থেকেই কংগ্রেস ত্যাগ করে একেবারে শাসক শিবিরে নাম লেখানো নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনাই বাস্তবায়িত হল।