নিজস্ব সংবাদদাতা: লিপ্স অ্যান্ড বাউন্ডসের মামলায় যুক্ত হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কারণ ইডি দাবি করেছে তিনি একসময়ে কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি তল্লাশিও চালায় ইডি সেখানে। এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি, বলা হল ফিরব না। আমার পদবি মোদি নয়, চোকসি নয়, মাল্য নয়। আমার পদবি বন্দ্যোপাধ্যায়', হুঙ্কার দিলেন অভিষেক। অভিযোগ তুললেন যে তিনি ফেরার পর অফিসে হানা দিয়েছে ইডি। সেখান থেকে ১৬টা ফাইল ডাউনলোড করে চলে এসেছে তারা। হুঁশিয়ারি দিয়ে বললেন, 'আমাকে ধমক চমক দিয়ে লাভ হবে না'। অভিষেক সোজা ঘোষণা করলেন, 'আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ প্রমাণিত হলে আমি মৃত্যুবরণ করব'।