নিজস্ব সংবাদদাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় ফের আদালতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসের তল্লাশি নিয়ে অভিষেকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে রায়দান স্থগিত আছে কিন্তু তার মধ্যে ECIR-এর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। ইডির তদন্ত ও তল্লাশি নিয়ে সব কিছু আদালতের নজরে আনার দাবি করে শুনানিতে এমনটাই উল্লেখ করেন অভিষেকের আইনজীবী। জরুরি ভিত্তিতে আজই মামলা শোনার আবেদন জানানো হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যে রায়দান স্থগিত রয়েছে। এই পর্যায়ে নতুন আবেদন গ্রহণ করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে হবে আগে। কাল বিকেল ৪টেয় এ নিয়ে শুনানি।