নিজস্ব সংবাদদাতা: তৃণমূল বিশুদ্ধ লোহা, যত আঘাত তত শক্ত, দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ নবজোয়ার যাত্রার শেষ দিন। শেষ দিনে নামখানার সভা থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ অভিষেকের। 'সিবিআই, ইডি যতই নোটিশ দিয়েছে তৃণমূলের নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে। একদিন সিবিআই নোটিশ দিয়েছিল যাতে তৃণমূলের নবজোয়ার যাত্রা পণ্ড করা যায়। ৬০ দিনে উপলব্ধি করেছি প্রকৃতির থেকে সর্বশক্তিমান মানুষ। ৬০ দিন আগের অভিষেক আর ৬০ দিন পরের অভিষেক একদম আলাদা', দাবি করলেন অভিষেক।