নিজস্ব সংবাদদাতা : সদ্য শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রা শুরু হতে না হতেই যাত্রা শেষের কথা শোনালেন তিনি। শনিবার ময়নাগুড়ির সভা থেকে তিনি নিশানা করেন বিজেপিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন,‘আমি চ্যালেঞ্জ করে বলছি। বিজেপি বলছে আলাদা রাজ্য গড়ব। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এই তিনজনকে এখান থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গের যে কোনও জায়গায় দাঁড়িয়ে মিটিং করে যদি তাঁরা বলতে পারেন, উত্তরবঙ্গকে আলাদা ভাগ করে আলাদা রাজ্য গড়বেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না। ৯ বছর ধরে ক্ষমতায় আছে। একটা মিটিং করেনি, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। যাত্রা বন্ধ করে দেব। যদি কোনও বিজেপি নেতা দেখাতে পারেন।’