নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূল কংগ্রেস করার অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করেছে বিজেপির সমর্থকরা। সেই মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি। ঘটনাটিকে খতিয়ে দেখতে আজ সেখানে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।