নিজস্ব সংবাদদাতা: বুধবার রাতে পুরুলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে মানবাজারে। দুর্ঘটনার ফলে ৫ জন আহত হন। তবে অভিযোগ, দুর্ঘটনার পর থেকে আহতরা রাস্তাতেই পড়ে থাকেন। প্রায় ঘন্টাখানেক আহতরা রাস্তাতেই পড়ে ছিলেন বলে অভিযোগ উঠছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয় এবং দ্রুত ঘটনাস্থলে আসতে বলা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পরেও এসে পৌঁছায় না বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে সিভিক পুলিশ পর্যন্ত এসে পৌঁছায়নি বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এছাড়া দুর্ঘটনার ফলে ব্যাপক যানজট তৈরি হয়। ফলে সাময়িকভাবে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়েছে বলে জানা যাচ্ছে।