নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি (BJP) নেতাকে খুনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজনৈতিক দলগুলি একের অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। এরই মাঝে বিজেপি নেতাকে খুনের ঘটনায় ময়নায় পৌঁছাল জাতীয় এসসি কমিশনের একটি দল। কেন ঘটনাস্থল ঘিরে রাখা হয়নি তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। এমনকি ময়নার আইসিকে চরম ধমক দিলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান।
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বুথ স্তরের এক নেতার মৃতদেহ উদ্ধারের পর বুধবার বিজেপি ১২ ঘণ্টার ময়না বনধের ডাক দেয়। একাধিক জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। যদিও পুলিশের দাবি, বনধ অনেকটাই শান্তিপূর্ণ ছিল।
সম্প্রতি ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার জন্য বিজেপি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে (Trinomool Congress) দোষারোপ করেছে এবং এটিকে হত্যার মামলা বলে অভিহিত করেছে। যদিও অন্যদিকে তৃণমূল এই অভিযোগকে "ভিত্তিহীন" বলে অভিহিত করেছে।