নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের (ফোর্ডা) সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বৈঠক করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করার পর ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অভিরাল মাথুর বলেন, "আমরা এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছি এবং তাঁর সামনে আমাদের সংশোধিত দাবিদাওয়া তুলে ধরেছি। তিনি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধান করা হবে। একটি কমিটি গঠন করা হবে এবং আমরা এর অংশ হব। আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, তাই ফোর্ডা ধর্মঘট প্রত্যাহার করছে।”
#WATCH | Delhi: A meeting between the delegation of the Federation of Resident Doctors Association (FORDA) and Union Health Minister JP Nadda concludes. pic.twitter.com/kQyY4wPN9t