নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নতুন করে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল জাপান (Japan)। জানা গিয়েছে, জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া অঞ্চলে শুক্রবার ৬.৩ মাত্রার ভূমিকম্প (Earthquake) আঘাত হেনেছে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান রেলওয়ে জানিয়েছে, নাগানো এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন স্থগিত করা হয়েছে।