ব্রেকিংঃ মহালয়ার সকালেই বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু

দেবীপক্ষের সূচনার সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ মহালয়ার সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে যে, বাঁশদ্রোণীর দীনেশনগর এলাকায় বেহাল রাস্তার ফলে পথ দুর্ঘটনায় এক নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, আজ সকালবেলায় কোচিং সেন্টারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে স্থানীয়রা পুলিশকে আটকে রেখে বিক্ষোভ, ভাঙচুর করা হয়েছে এলাকায়। আরও জানা গিয়েছে যে, বিগত ১০ বছর ধরে এলাকার রাস্তার বেহাল দশা। সেই রাস্তা সারানোর যন্ত্রপাতি জেসিবির আঘাতেই মৃত্যু হল ছাত্রীর। 

স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন যে, এলাকার কাউন্সিলার ঘটনাস্থল থেকে ৫ মিনিটের দূরত্বে থাকেন। কিন্তু এত বড় এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি একবার দেখা করতে আসেননি। ফলে পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।