নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় (Telangana) এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল প্রকাশের পরে তেলেঙ্গানা জুড়ে ৬ জন পড়ুয়া আত্মহত্যা করেছে। এই বিষয়ে তেলেঙ্গানা পুলিশের তরফে জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল নিয়ে হতাশার কারণে ৬ জন পড়ুয়া (Students Suicide) এহেন সিদ্ধান্ত নিয়েছেন। তেলেঙ্গানা ইন্টারমিডিয়েট বোর্ড মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় বর্ষের (একাদশ ও দ্বাদশ শ্রেণির) ফলাফল ঘোষণা করে। এরপরেই পরীক্ষায় পাশ না করার কারণে হায়দ্রাবাদের সন্তোষ নগরের বাসিন্দা পি জাহ্নবী (১৭) নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ফেল করার পর সে হতাশ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। জাহ্নবী একটি বেসরকারি জুনিয়র কলেজে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন-এর ছাত্রী ছিলেন। অন্যদিকে হায়দ্রাবাদের বনস্থলীপুরমে আরও এক ছাত্রী আত্মহত্যা করেছে। মৃতার নাম গায়ত্রী। পরিবার সূত্রে খবর, গায়ত্রী নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে এবং তার ছোট বোন পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু বোন পরীক্ষায় পাশ করলেও সে উত্তীর্ণ না হতে পেরে বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও বাকিদের নাম পরিচয় কিছু জানা যায়নি।