নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়ায় একটি নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এদিকে দমকা হাওয়ার কারণে একটি নৌকা ডুবে যায়। এই নৌকাডুবির ঘটনায় তিনজন মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বালিয়ার ডি এম রবীন্দ্র কুমার। তিনি এদিন আরও জানিয়েছেন, ‘তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা হয়। সব যাত্রীকে বের করে আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন মহিলা। নৌকার নিচে যাতে কেউ আটকে না থাকেন তার জন্য জোরকদমে উদ্ধারকার্য চালানো হচ্ছে।‘