নিজস্ব সংবাদদাতা: কিস্তারাম এলাকায় যৌথবাহিনীর এনকাউন্টারে মৃত দুই মাওবাদী (Sukma Encounter)। ঘটনাস্থল থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। এলাকায় চলছে জোরদার তল্লাশি অভিযান। জানা গিয়েছে, ওই এলাকায় তল্লাশি চালাতে গিয়ে যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের (Maoist) সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় চলতে থাকে গুলিবর্ষণ। শেষে দুই মাওবাদীর দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।