নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকার রুয়ান্ডার জেলায় ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। প্রশাসনের তরফ থেকে জানা গেছে , এই বন্যার জেরে ১৩৫জন প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ২০ হাজারেরও বেশি বাসিন্দা। লাগাতার বৃষ্টিপাতের জেরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রুয়ান্ডার জেলা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। আবহাওয়া দফতর জানিয়েছে , আগামী ২দিন আফ্রিকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আফ্রিকায় জারি হয়েছে বন্যার সতর্কতা।