ফিরলো স্বস্তি! হাসপাতালের দেওয়ালে জায়গা করে নিল ১১টি পাখা

ক্ষীরপাই হাসপাতালে বসানো হলো ১১ টি ওয়াল ফ্যান।বুধবার ফ্যান লাগানোর পরেই হাসপাতাল পরিদর্শন করেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। আপাতত গরমে কিছুটা হলেও স্বস্তি ফিরল রোগীদের।

author-image
Pallabi Sanyal
New Update
fan in hospital

ক্ষীরপাই হাসপাতালে বসানো হলো ১১ টি ওয়াল ফ্যান।

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে পাখা নেই হাঁসফাঁস গরমে, কয়েকদিন আগেই সেই পোস্টার ভাইরাল হয়। এই খবর প্রকাশ্যে আসতেই এবার নড়ে চড়ে বসল স্বাস্থ্য দফতর। হাসপাতালে বসানো হল পর্যাপ্ত পরিমাণে পাখা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে পাখা না থাকায় তীব্র গরমে চরম অস্বস্তি বোধ করছিলেন রোগীরা। এমনই অভিযোগ তুলেছিলেন তারা। এমনকি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বাড়ি থেকে আনতে হচ্ছিল পাখা।তা নিয়েও হাসপাতালের দেওয়াল জুড়ে পড়েছিল ব্যাঙ্গাত্মক পোস্টার। আর সেই খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর। ক্ষীরপাই হাসপাতালে বসানো হলো ১১ টি ওয়াল ফ্যান।বুধবার ফ্যান লাগানোর পরেই হাসপাতাল পরিদর্শন করেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। আপাতত গরমে কিছুটা হলেও স্বস্তি ফিরল রোগীদের।