নিজস্ব সংবাদদাতাঃ পার্ক স্ট্রিটের একটি বহুতলে লিফট ছিঁড়ে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। মৃতের নাম রহিম খান। মেরামতির কাজের সময় লিফট ছিঁড়ে পড়ে একবালপুরের বাসিন্দা এই লিফটম্যানের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বুধবার সকালে থেকেই পার্ক স্ট্রিটের ওই বহুতলের লিফটের মেরামতির কাজ চলছিল। সেই সময় আচমকাই লিফটের তার ছিঁড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লিফটম্যান রহিম খান গোটা বিষয়টির তদারকি করছিলেন। লিফট ছিঁড়ে তাঁর মাথায় পড়ে এবং তিনি নীচে চাপা পড়ে যান। গুরুতর আহত হন রহিম খান।