নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা নেত্রী সুষমা আন্ধারে বলেছেন, " দেবেন্দ্র ফড়নভিস আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন না ৷ চন্দ্রশেখর বাওয়ানকুলেও হার মেনে নিয়েছেন। আমি মনে করি বিজেপিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে বিনোদ তাওদেকে নিয়ে ভাবতে হবে ৷ ফড়নভিসের নেতৃত্বে তারা মহারাষ্ট্রের আসনে হেরেছে। ''