কে হবেন হুগলীর দিদি ? লড়াইয়ে লকেট - রচনা

ভোটে দিদি নম্বর ১ কে হবে সেটাই নজর রাজনৈতিক মহলের।

author-image
Adrita
New Update
চ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের হটস্পট হয়ে উঠেছে হুগলি জেলা। কেননা এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। একজন দুঁদে রাজনীতিবিদ এবং অন্যজন সদ্য রাজনীতির মাটিতে পা রেখেছেন। তবুও তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে অতি পরিচিত ' দিদি নাম্বার ওয়ান '। অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন অভিনেত্রী এবং বিজেপি দলের একজন কর্মঠ নেত্রী। 

Locket-Rachana: ভোটের ময়দানের লড়াইকে সরিয়ে 'বন্ধু' রচনার পাশে লকেট,  মিমের বিরোধিতা করে বললেন, 'খারাপ লাগে এসব...' - Bjp candidate Locket  chatterjee criticised those who are ...

গত বিধানসভা নির্বাচনে হুগলির আসনে ১,৫২,৯৪২ ভোটে তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে ছিল। অন্যদিকে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকেই ৬,৭১,৪৪৮ ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে, এই কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ পেয়েছিলেন ৫,৯৮,০৮৬ টি ভোট। 

তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফল কি দাঁড়ায় তা এখন ৪ জুনের অপেক্ষা মাত্র। হুগলির কেন্দ্র কে ছিনিয়ে নেবেন সময় তা বলে দেবে। ‌

When are the 2024 Lok Sabha Elections taking place?

Add 1