রামনগরের বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ার পিছনে দায়ী কে ? জানাল স্থানীয় নেতৃত্ব

ক্ষোভ উগড়ে দিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

author-image
Adrita
New Update
r

নিজস্ব সংবাদদাতাঃ রামনগর মন্ত্রী ও ব্লক নেতৃত্ব'কে বাদ দিয়ে রামনগর বিধানসভার সমানন্তরাল সংগঠন তৈরি করেছিলেন তৃণমূল প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেই সমানন্তরাল সংগঠন তৈরি করার জন্যই লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় পিছিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উওম বারিক ও তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা'র  উপর ক্ষোভ উগরে দিলেন রামনগর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা।  

রামনগর ২ ব্লকের বালিসাই তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে বিধানসভা আর পর্যালোচনা নিয়ে ব্লক নেতৃত্ব'দের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে আগামী দিনে ৯ হাজার ২০০ ভোটের ঘাটতি কিভাবে পূরণ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Add 1