ভোটের আগে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবী হিরণের, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

ভোট নিয়ে খুনের রাজনীতি করছে তৃণমূল।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, সবংঃ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের বাড়বাসী এলাকায় ধানের ক্ষেত থেকে বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। তারপর রাতে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। আর তারপরেই আজ সকালে মৃত বিজেপি কর্মীর বাড়ীতে উপস্থিত হন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়।

পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান '' বিজেপি ওই পরিবারের সঙ্গে আছে। আমরা সিবিআই তদন্তের দাবী জানাচ্ছি। পাশাপাশি তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে ময়না তদন্ত হোক আমরা চাই। ভোট নিয়ে খুনের রাজনীতি করছে তৃণমূল। '' 

অপরদিকে ঘাটাল সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ  সির জেলা সভাপতি সনাতন বেরা বলেন যে কোনো মৃত্যু বেদনা দায়ক।এই মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে। আইনের প্রতি আমাদের আস্থা আছে। এলাকায় কোনো সন্ত্রাস নেই। হিরণ এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে।

Add 1

স

স

স্ব