নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই পাণ্ডবেশ্বরে শুরু হয়ে গেল রাজনৈতিক উত্তেজনা। পাণ্ডবেশ্বরের বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ১৯ নম্বর বুথের জামাইপাড়ার এবিপিটে। সেখানের বাসিন্দা বিজেপি কর্মী রীণা ঠাকুরের দোকানে হঠাৎ আগুন লাগে।
তিনি জানান যে ছয় মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন আর তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার জন্য জোর করা হতয়। তৃণমূল কংগ্রেসে যোগ না করলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হতো। তাই আজকের এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের কাজ বলে মনে করছেন রীণা দেবী।
অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়েছে সারা এলাকায় জুড়ে। এলাকাবাসীরা জানিয়েছেন আজ দোকানে আগুন লেগেছে। কাল অন্য কারুর বাড়িতেও আগুন লাগতে পারে তাই প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে তাদের এলাকায় যেন সিসি ক্যামেরা লাগানো হয়। তাহলে এলাকায় যে দুষ্কৃতিমূলক কাজগুলো হচ্ছে সেগুলো জানা যাবে। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।