নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আগামীকাল ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের দিন। তবে শেষ দফার ভোট দিতে গিয়ে চরম সমস্যা এবং ভোগান্তি পোহাতে হয়েছে চিত্র পরিচালক অনীক দত্তকে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ভোট দিতে গিয়ে শাসক দলের হাতে নির্যাতিত হন পরিচালক। তিনি জানিয়েছেন যে তাকে ৪ জুন ভোটের ফল প্রকাশের পরে 'দেখে নেব' বলে হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালজ করা হয়।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বুথের বাইরে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ছিল। এই ঘটনার প্রতিবাদ করেন অনীক দত্ত। এরপরেই পরিচালকের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বচসা বাড়লে পরিচালককে গালাগালাজ এবং হুমকি দেওয়া হয়।
পরিচালক আরও জানিয়েছেন যে, '' তিনি বাড়ি ফেরার সময় তার কানের পাশে দুই জন চিৎকার বলে বলেন, 'খেলা হবে। খেলা হবে। '' তিনি আরও জানান যে, '' তারা গালিগালাজ দিয়ে বলে যে ' জলে থেকে কুমিরের সঙ্গে লাগতে এসেছ ? ব্যাটা বিজেপি। মেরে সাবাড় করে দেব '। ''
এই ঘটনার পরে পরিচালক অনীক দত্ত নিজের জীবন সংশয় নিয়ে সরব হয়েছেন।