নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র এক মাস বাকি লোকসভা নির্বাচনের। আর তার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারের উপস্থিতিতে কংগ্রেস থেকে পদত্যাগ করা বিধায়ক রাজু দেবনাথ পারওয়ে শিবসেনায় যোগ দেন।
#WATCH | Maharashtra: MLA Raju Devnath Parwe who resigned from Congress earlier today, joined Shiv Sena in the presence of Maharashtra CM Eknath Shinde, Dy CMs Devendra Fadnavis and Ajit Pawar. pic.twitter.com/RtGjF7Iwsc