'' রাম নবমীতে শাসকদল দাঙ্গা বাধাতে পারে '', বললেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
া

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: আজ রাম নবমী। আজ এই শুভ দিনের সকালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল খড়গপুর শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের চন্ডী মন্দির পুজো দিয়ে ওই এলাকার কর্মী সমর্থকদের সাথে চা চক্রে যোগ দেন। চা চক্রে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুুখি হন।

তিনি বলেন, '' রামনবমীর আখাড়ার ওপর হামলা হতে পারে। ''  তিনি আরও বলেন, '' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম নবমীর দিনে দাঙ্গা লাগানোর কথা বলছেন কেন ? ওনার বিরুদ্ধে আমি কেস করব। উনি মঞ্চ থেকে সরাসরি বলছেন যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে। উনি মুসলিম ভাই বোনেদের বলছেন যে হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা লাগাবার প্ল্যান করছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। উনি আবার মহরমের সময় হিন্দু ভাই-বোনেদের বলেছেন যে মহরমের মিছিল থেকে দাঙ্গা লাগাবার প্ল্যান করছে মুসলিমরা। '' 

অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রীকে কটাক্ষ আরও বলেছেন যে, '' হিন্দুরা নরম বলে আপনি যাই কিছু তাই বলবেন ? আপনার ভোটব্যাংকের ৩০% সংখ্যালঘু মানুষ। তাই জন্য আপনি যা খুশি তাই বলবেন ? ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই ওনাকে এবার নতুন নাটক করতে হবে। পা ভাঙ্গা, মাথা ফাটা পুরনো নাটক। এখন নতুন নাটক করে ওনাকে সিমপ্যাথি অর্জন করতে হবে। সেজন্য ওনার ফাঁদে আমরা পা দেবো না। আমরা সমস্ত হিন্দু ভাই-বোনেরা এবং রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনেদের বলেছি সতর্ক থাকতে। '' 

Add 1