নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হতেই গতকালই অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুরে নিজ বাসভবনে এসে উঠেছেন প্রার্থী।
আজ শুক্রবার সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জনসংযোগে নামেন। প্রথমে আজ অন্ডাল গ্রাম এর মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রার্থীকে স্বাগত জানান। এরপরে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করেন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এরপরে তিনি রানীগঞ্জ মোড়ে যাবেন। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। এছাড়াও তিনি ঘাগরবুড়ি মন্দিরে পূজো দিয়ে আসানসোল কুলটি বিজেপির কার্যালয়ে সাংগঠনিক মিটিং এবং তারপরে জিতেন্দ্র তেওয়ারির সাথে মিটিং এর সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে খবর।