বিজেপির নেতারদের নামের আগে 'প্রাক্তন' ব্যবহারের পরামর্শ

শেষ দফার নির্বাচন হতে চলেছে।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হতে চলেছে আগামী ১লা জুন। শেষ ভোটের দিনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও এই শেষ দফার নির্বাচনের বেশ জোরদার প্রস্তুতি চলছে। 

BJP, Mamata are real winners - Oneindia News

শেষ দফার নির্বাচনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দলের কর্মী এবং সমর্থকদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন শেষ প্রচারের জন্য। মুখ্যমন্ত্রী এর পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। 'এক্স' হ্যান্ডেলে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের আগে 'প্রাক্তন' লেখার অভ্যাস করতে বললেন তিনি। 

Fact check: BJP Bengal distorts video to claim Mamata Banerjee asked voters  to choose BJP

তিনি লেখেন, “ বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। ”

Mamata Banerjee to visit Delhi on Mon for meeting on simultaneous polls |  Politics News - Business Standard

Add 1