নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হতে চলেছে আগামী ১লা জুন। শেষ ভোটের দিনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও এই শেষ দফার নির্বাচনের বেশ জোরদার প্রস্তুতি চলছে।
শেষ দফার নির্বাচনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দলের কর্মী এবং সমর্থকদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন শেষ প্রচারের জন্য। মুখ্যমন্ত্রী এর পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। 'এক্স' হ্যান্ডেলে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের আগে 'প্রাক্তন' লেখার অভ্যাস করতে বললেন তিনি।
তিনি লেখেন, “ বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। ”