প্রচার করতে করতেই সোজা বিয়ের প্রস্তাব ! উত্তরে কি জানালেন দেবাংশু ?

চলছে ষষ্ঠ দফার ভোট প্রচার।

author-image
Adrita
New Update
আআস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট প্রচার চলছে। ভোট প্রচার চলাকালীনই ঘটে গেল এক অবাক করা ঘটনা। হলদিয়াতে প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য। প্রচারে গিয়েই তিনি পেলেন বিয়ের প্রস্তাব। তবে সঙ্গে সঙ্গেই তিনি এই প্রস্তাব নাকচ করে দেন।‌

Debangshu Bhattacharya: দেবাংশুকে কতটা এগিয়ে রাখছে তমলুক? পিছনে কোন অঙ্ক?  - Bengali News | TMC gives loksabha ticket to youth leader Debangshu  Bhattacharya in Tamluk loksabha seat, will people accept him |

হলদিয়ার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গাচক স্টেডিয়ামের কাছে এক প্রচার সভায় নেতাকর্মীরা দেবাংশকে সম্বর্ধনা জানাচ্ছিলেন। সেই সময়েই মঞ্চে উঠে এক মহিলা কর্মী তাকে বলেন, '' বিপুল ভোটে জয়ী হয়ে আসুন। আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। বিয়ে করলে উন্নয়ন চাইবো। '' এর উত্তরে দেবাংশ জানিয়েছিলেন, '' মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছেন। আমার বয়স অত্যন্ত কম। এই বয়সে এখনই আমি পাত্রীর কথা জেনে কি করব বলুন তো ? আরো  ৪ - ৫ বছর কাটুক। এত তাড়াতাড়ি খুটিতে বাঁধা পড়ে লাভ আছে ? একটু দৌড়োতে চাই। এখনই যদি সঙ্গে আর একজন চলে আসে, তাহলে কাজের সময় দিতে পারবো না। পাঁচটা বছর দৌড়োতে হবে, ছুটতে হবে। তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে। '' 

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ২৫শে মেয়ে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে তো অমুক লোকসভা কেন্দ্রে। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে এবং তার বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এবার ইনারওয়্যার সংস্থার অ্যাডেও 'দেখতে চাই', বিচারপতি গাঙ্গুলিকে কটাক্ষ  দেবাংশুর - Justice Abhijit Ganguly, Debangshu Bhattacharya, TMC, Fashion  brand, বাংলার মুখ

Add 1