সপ্তম দফার ভোটঃ নিরাপত্তার ঘেরাটোপে বাংলা, কমিশনের বিশেষ নজরদারি

কাল শেষ দফার ভোট।

author-image
Adrita
New Update
tfr

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় শেষ দফার লোকসভা ভোটের নজরদারি আরও বাড়ানো হয়েছে। কেননা, আগামীকাল শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে রাজ্যের  ৯টি কেন্দ্রে। যেমন, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ।

First-Time Voter Shot Dead Outside Polling Booth in Bengal

পাশাপাশি, অন্যান্য জেলা গুলিতে থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারি। শেষ দফার নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।এছাড়াও, কলকাতার আশেপাশে যেসব ভোটকর্মীরা ইতিমধ্যে এসে পৌঁছচ্ছেন, তাদের গাড়ি এবং ভোট সামগ্রীও পরীক্ষা করে দেখা হচ্ছে। 

West Bengal Assembly Elections 2021 | West Bengal Assembly Elections 2021:  Election Commission fails to keep ramp promise at polling booths -  Telegraph India

Add 1