নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়। বিজেপি তাকে লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের প্রার্থী করেছে। দলবদলের পরই তিনি তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলেছেন, '' তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙছে। তাই কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোটের ফলাফলে তৃতীয় স্থান লাভ করবেন। ''
তিনি আরও বলেছেন যে, " সুদীপবাবু ভেবেছিলেন সংখ্যালঘু ভোটের উপরে ভর করে জিতবেন। সংখ্যালঘু ভোটই ভাঙছে। যে ৬২ নম্বর ওয়ার্ড নিয়ে ওদের এত গর্ব ছিল, সেখানেই সংখ্যালঘুরা কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাহলে আর কোথায় ভোট পাবেন ? উনি তৃতীয় হবেন। "
তবে তাপস রায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, " ৬২ নম্বর ওয়ার্ডে আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। কেউ গেলেও ভোটের ফলে খুব একটা প্রভাব পড়বে না। '' তিনি আরও জানিয়েছেন, '' প্রার্থীর গুণাবলী নয়, তৃণমূল কর্মীরা ভোট দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপরই ভরসা রাখবেন। "