নিজস্ব সংবাদদাতাঃ রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বরেলি থেকে শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন। রাহুল গান্ধী নির্বাচনে দাঁড়াতেই তাকে নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এই আবহেই রাহুল গান্ধীকে ট্রোল করেছেন রাশিয়ার দাবারু গ্রান্ড মাস্টার গ্যারি কাসপারভ।
রাহুলের নাম না করে কাসপারভ টুইট করে বলেছেন, '' প্রথাগত নির্দেশ এই যে শীর্ষ পদের জন্য চ্যালেঞ্জ করার আগে তাকে প্রথমে রায়বরেলি থেকে জিততে হবে। দাবা নিয়ে তিনি রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যকে খণ্ডন করেছেন। রাহুল গান্ধী দাবা ও রাজনীতিক মধ্যে সমান্তরাল করে দেখানোর চেষ্টা করেছিলেন।
গ্যারি কাসপারভ আরও বলেছেন যে, গান্ধী বলেছিলেন, দাবায় কেউ কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন, তা ধারণা করে নেওয়া যায়। কিন্তু যদি কেউ কেন্দ্রকে না বোঝে, তাহলে সে সঠিকভাবে চাপ প্রয়োগ করতে পারে না। একইভাবে রাজনীতিতে কেউ কী করতে চলেছে, সে সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে বলা যায়, তিনি কেন্দ্রকে বুঝতে পারছেন না। ''