নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন চলছে। এখনও বাকি রয়েছে বেশ কিছু দফার নির্বাচন। তবে ভোট শেষের আসল ফলাফলের আগেই তৃণমূল-বিজেপির ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পিকে।
প্রশান্ত কিশোর দাবি করেছেন যে, দক্ষিণ ও পূর্ব ভারতে বিজেপি চমকে দেওয়ার মতো ফলাফল করবে। এমনকী বাংলাতেও বিজেপি এক নম্বর দল হবে বলে দাবি করেছিলেন প্রশান্ত কিশোর। পিকে আরও দাবি করেন যে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বিজেপির প্রাপ্ত ভোটের হার দ্বিতীয় সংখ্য়ায় পৌঁছবে। তবে বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে কোনও পূর্বাভাস করেননি পিকে।
অন্যদিকে তেলেঙ্গনায় বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে থাকতে পারে বলে দাবি করেন পিকে।উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্য়ে ১৮টিতে জিতেছিল বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২০টি আসনে। অর্থাৎ আসনের নিরিখে তৃণমূল-বিজেপির জয় ছিল চুলচেরা। ভোট শতাংশের হিসেবে বিজেপি পেয়েছিল ৪০ শতাংশ ভোট। তৃণমূলের থেকে প্রায় ৩ শতাংশ ভোট কম পেয়েছিল তারা।
পিকের মতে, গতবারের থেকে বিজেপির ভোট কমতে তো না বইকি বাড়বে। পিকের মতে, অনায়াসেই বিজেপি গতবারের জয়ী আসনের সংখ্য়া ছাপিয়ে যাবে।