বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন চোখে দেখেন প্রাক্তন সহকর্মী দেব ?

২০১৯ সালে প্রার্থী হয়েছিলেন দেব।

author-image
Adrita
New Update
g

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ  রাজ্যের শাসক এবং বিরোধী দলনেতাদের মধ্যে প্রায়শই বাকবিতন্ডা লেগেই থাকে। তবুও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি কিছু সমবেদনা রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর। 

লোকসভা নির্বাচনের ভোট প্রচারের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দীপক অধিকারী বলেছেন যে, '' আমি মনে করি না আমাকে মঞ্চে উঠে ' গদ্দার ' বলতে হবে। ওই মানুষটি আমাকে ২০১৪ এবং ২০১৯ সালে সঙ্গে নিয়ে পুরো মেদিনীপুর এলাকা ঘুরিয়েছিল। আজ যেমন তিনি হিরণকে নিয়ে ঘুরছেন, এক সময় তিনি আমাকেও সঙ্গ দিয়েছেন। আমার নির্বাচন ফান্ড করেছেন। আমি আজ লোকটাকে দেখে চিনতেই পারবো না, এটা হয় না। ''

Suvendu Adhikari on Dev: ওকে কাস্টডিতে নেওয়া উচিত, দেবের কাছে ইডির তলব  পৌঁছেছে শুনেই দাবি শুভেন্দুর - Opposition leader Subhendu Adhikari demanded  Deb's arrest, বাংলার মুখ

তিনি আরও বলেছেন যে, '' আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না, যেখানে আমাকে মঞ্চে উঠে কাউকে গদ্দার বলতে হবে। যিনি আমার বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাদের কুরুচিকর ভাষায় আক্রমণ করতে হবে। আমি মনে করি তুমি যদি কাজ করে থাকো তাহলে কাউকে আক্রমণ করতে লাগে না। ''

এক্ষেত্রে প্রসঙ্গত যে, ২০১৯ সালে প্রার্থী হয়েছিলেন দীপক অধিকারী। তাকে মেদিনীপুরের মাটিকে চেনাতে সেই সময় তার সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। তাই হয়তো এটা বলাই বাহুল্য যে, এক সময়ের সহকর্মী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনরকম কুরুচিকর মন্তব্য করা দীপক অধিকারীর ধৃষ্টতায় নেই।

Actor MP Dev: '...শুধু সময়ের অপেক্ষা', দেব-বিতর্কে জল্পনা আরও বাড়ালেন  শুভেন্দু - Bengali News | TMC MP Actor Dev Adhikari speculations, BJP  Leader Suvendu Adhikari reacts | TV9 Bangla News

 

Add 1