কেন্দ্রীয় মন্ত্রীসভায় শপথ নেওয়ার পরেই না খুশ সাংসদ সুরেশ গোপী

না খুশ সাংসদ সুরেশ গোপী।

author-image
Adrita
New Update
fr

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গতকালই এনডিএ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার মন্ত্রী সভাতে তার সাথেই শপথ নিয়েছেন কেরালার বিজেপি নেতা সুরেশ গোপী। তবে তিনি শপথ নেওয়ার পরেই নিজের সুর বদলেছেন।

Modi 3.0 cabinet: Kerala BJP MP Suresh Gopi denies reports of quiting Union  ministry hours after oath - India Today

তার কথায়,'' আমার লক্ষ্যই সাংসদ হিসেবে কাজ করা। আমি কিছুই চাইনি। আমি বলেছি আমার পদ চাই না। শিগগিরি এই পদ থেকে নিষ্কৃতি দেওয়া হবে আমাকে। ত্রিচূড়ের ভোটারদের কোনও সমস্যা হবে না। তারা জানেন আমি একজন সাংসদ হিসেবে ওদের জন্যই কাজ করব। আমাকে আমার ছবির কাজও করতে হবে। '' 

I didn't want' Cabinet berth: first-time Union Minister of State Suresh Gopi  | Thiruvananthapuram News - The Indian Express

Add 1