৪ জুনের আগেই বিজেপির ভাগ্য নির্ধারণ করে দিলেন মোদী

বিজেপির ভাগ্য নির্ধারণ করে দিলেন মোদী।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে আরও দু দফার ভোট। ভোটের ফলাফল আগামী ৪ জুন। তবে তার আগেই বিজেপির ভাগ্য নির্ধারণ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ' দক্ষিণে বিজেপি ভালো ফল করবে। অন্যদিকে NDA ৪০০ আসন পার করবে। ' 

Modi retiring at 75? He is going super strong at 74, with 141 rallies &  road shows in last 2 months

প্রধানমন্ত্রী জানিয়েছেন, " দক্ষিণ ভারতে একক বৃহত্তম দল হবে বিজেপি। গতবারের থেকে ব্যবধান আরো বাড়বে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিজেপি আসন ভাগাভাগি সম্পন্ন করেছে। সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ১৩১ টি আসন রয়েছে। বিদায় লোকসভায় কর্ণাটক থেকে বিজেপি সমর্থিত  গেরুয়া শিবিরের ২৯ রান সংসদ রয়েছে। " 

তিনি আরও জানিয়েছেন যে, " NDA ৪০০ আসনের পথে রয়েছে। অন্যদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক কিছু রাজ্যে তাদের অ্যাকাউন্ট খুলতে লড়াই করছে। NDA লোকসভায় ৪০০ আসন পার করে দেবে। "

PM Narendra Modi to campaign in Bengaluru and Chikkaballapura today | Lok  Sabha Elections News - Business Standard

Add 1