নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটে জয়ের পরে নব নিযুক্ত সাংসদদের নিয়ে এক বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ভোটে পরাজিতদের কড়া বার্তা দিয়েছেন। তিনি পরাজিত দেবাংশু ভট্টাচার্যকে তুলোধনা করেছেন। তার কথায়, '' তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়ে ছিলাম সকাল সাতটা থেকে প্রচারে থাকতাম। বাড়ি বাড়ি যেতাম। তুমি দুপুর ১২'টায় বেরিয়েছো। তোমার আরও সক্রিয় হওয়া উচিত ছিল। ''
এক্ষেত্রে প্রসঙ্গত যে, আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলের ভুলত্রুটিকে শোধরানোর জন্য এক সুযোগ দিতে চান কর্মীদের। উল্লেখ্য যে, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবাংশুকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।