নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের আর্থিক সহায়তা দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার। বাংলায় প্রতিবছর লক্ষ্মীর ভান্ডারের জন্য খরচ হয় ২৬ হাজার কোটি টাকা। রাজ্য সরকারের এই প্রকল্পের বিরোধিতা করেছে কেন্দ্র সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকারের মধ্যে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ভোট রাজনীতির জন্য।
লোকসভা নির্বাচন চলাকালীন মুখমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন বাম নেত্রী বৃন্দা কারাত। তিনি জানিয়েছেন, " লক্ষীর ভান্ডার প্রকল্প মেয়েদের অধিকার। বেশিরভাগ মহিলারা যে কাজ করেন তা বেতনহীন। মহিলাদের নামে জমি এমন ঘটনা খুবই কম ঘটে। যদি কোনদিনও কোন মহিলার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে তুমি কোথায় যাবেন? সেজন্য মহিলাদের স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। "
বৃন্দা কারাত তার বক্তব্যে প্রকাশ করে দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের অভিযোগ অনুযায়ী এই প্রকল্প ভোটের রাজনীতির জন্য নয়। মুখ্যমন্ত্রীর পাশে এসে সহায় হয়েছেন তিনি।