নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ প্রচারে বেরিয়ে তাঁত শিল্পীদের অভাব অভিযোগ শুনলেন বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, সাত সকালেই ঢাক বাজিয়ে ভোট প্রচারে বাম প্রার্থী। লোকসভা ভোটের প্রচার চলছে জোর কদমে। বাঁকুড়ার অন্যতম প্রাচীন জনপদ রাজগ্রাম, যেখানে এক সময় অলিতে গলিতে কান পাতলে সোনা যেতো খট্টা খট্টা আওয়াজ, এখন সে সবই অতীত। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে রাজগ্রামের তাঁত শিল্পীদের অভাব অভিযোগের কথা শুনলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, চাইলেন ভোট।
নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী এলাকাটি বাঁকুড়া পৌরসভার অন্তর্গত হওয়া সত্ত্বেও সেখানে রাস্তা নেই, জল নেই, প্রাচীন তাঁত শিল্প প্রায় শেষের মুখে। শিল্পীদের নেই কোনো সরকারি সুযোগ সুবিধা। তবে ভোট প্রচারে গিয়ে মানুষের ব্যাপক সাড়া মিলছে। আগামী দিনে জয় নিশ্চিত দাবি বাম প্রার্থীর।