নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দেওয়াল লিখনে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়ে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ সরব হয়েছেন। তার কথায়, '' বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতার মন্তেশ্বরে এখনো বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে দেওয়ার লিখতে দেওয়া হচ্ছে না। মন্দিরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানকার বিধায়কের এলাকাতেই এই ঘটনা ঘটছে। কিন্তু আমি সব এলাকায় যাব। মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি বর্ধমান দুর্গাপুরেও শেষ করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখান। '' আজ সাতসকালে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
সোমবার দুর্গাপুরের ক্লাব স্যান্টোসের মাঠে প্রাতঃভ্রমণ সেরে 'বাচকে রেহেনা রে বাবা, বাচকে রেহেনা রে' গানের সুরে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে তীব্র ভাষায় বলেন, '' দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরের ভেতর ঢুকতে হলো তাকে। তৃণমূল থেকে বাঁচার ইঙ্গিত পেয়ে গেছেন উনি। ''
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন ইডি সিবিআই ডাকলে এখন স্পষ্ট বলে দিন ভোটের কাজে ব্যস্ত আছেন। এই প্রসঙ্গেও দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, '' সিবিআই ডাকলে না গেলে কি হয় উনার নেতারা জানেন। আগে বলতো পুলিশ ছুঁলে ১৮ ঘা আর এখন ইডি সিবিআই ছুঁলে ৪২ ঘা। যারা চুরি করেছেন তাদের ভগবান ও বাঁচাতে পারবে না। '' তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ আরও বলেন," ফুলের ওপর দিয়ে হাঁটার জন্য দিলীপ ঘোষ আসেনি, এসেছে আগুনের উপর হাঁটার জন্য। "
দিলীপ ঘোষ এরপরে দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে চা চক্রে গিয়ে স্থানীয় তৃণমূল নেতাদেরকে হুঁশিয়ারিদের দেন। তিনি বলেন যে, '' টিএমসি সামলা তারপর দেখবি বাংলা। ''
তিনি আরও বলেন, '' কীর্তি আজাদকে ধাক্কা মারো তোমাদের লোককে মারো আমাদের আপত্তি নেই। বিজেপির কর্মীদের গায়ে হাত দিলে মনে রাখবেন দিলীপ ঘোষের গায়ে হাত দিয়েছেন। দিলীপ ঘোষ লোকটা আসলে কে খড়্গপুরে খবর নিয়ে একবার দেখে নেবেন। জেতার পরে পাঁচ বছর আমি এখানেই থাকব তারপরে সুদে আসলে হিসাব নেবো। যারা এখন চিংড়ি মাছের মতো ঝাঁপাচ্ছেন দিলীপ ঘোষ থাকতে কেউ খোলা ময়দান পাবেন না, ময়দানে থাকতে গেলে গণতান্ত্রিকভাবে থাকতে হবে, না হলে ময়দান ছেড়ে দিতে হবে। ভোটের পরে তোমরা কোথায় থাকবে বিহার, ঝাড়খান্ড, উড়িষ্যায় থাকবে না পশ্চিমবঙ্গে থাকবে তোমরাই ঠিক করো। ভদ্রভাবে রাজনীতি করুন তাহলে ভোটের পরও সম্পর্ক ঠিক থাকবে। আমরা ভদ্রভাবে থাকব সব সময় এটা কোথাও এগ্রিমেন্ট করিনি, তবে আজকে শুধু বলে গেলাম। ''