নিজস্ব সংবাদদাতাঃ আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, " এক মাস পর দিল্লিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আম আদমি পার্টি দিল্লিবাসীর কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। আজ আমরা নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ ভারতীর সঙ্গে মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। যেখানে লেখা রয়েছে 'জেল কা জওয়াব ভোট সে'। আমাদের প্রচারের থিম সংটি আজ লঞ্চ করা হবে। এটি সংসদীয় নির্বাচনের জন্য আপের প্রচার গান হতে চলেছে। দিল্লির মানুষ তাদের পছন্দের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানোর বিষয়টি নিয়ে অত্যন্ত বিরক্ত এবং তারা কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত জবাব দিতে চায়। আপ এবং দিল্লিবাসী ভোটের শক্তি দিয়ে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ''
/anm-bengali/media/post_attachments/0421ceb57f67cf4def0eb9d3eda6beec17228dbbf4ce41505284a3d2413b27c8.jpg)
/anm-bengali/media/post_attachments/3ed1e6b8458605188858bcc7cd4b3adad9a1b681e8849cc6009f3a4e9aef6c85.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)