নিজস্ব সংবাদদাতাঃ আজ ১ লা জুন ছিল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ পর্ব। আজ শেষ দফার ভোট বেশ শান্তি পূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া, বাকি ভোট নির্বিঘ্নেই কেটে গিয়েছে।
তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের বালিয়ায় ভোট দিতে গিয়ে ৭০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে যে, সালেমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৫৭ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন চক বাহুদ্দিন গ্রামের বাসিন্দা রামবচন চৌহান। কিন্তু লাইনে দাঁড়াতেই তিনি অসুস্থবোধ করেন এবং অজ্ঞান হয়ে যান। প্রাথমিক চিকিৎসার আগেই মৃত্যু হয় তার।