রাজনীতি থেকে কি বিদায় অধীরের ? জল্পনা তুঙ্গে

এ বার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন অধীর ?

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। বঙ্গ রাজ্যে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপিও বিরোধী দল হিসেবে  জোর টক্কর দিয়েছে শাসক দলকে। কিন্তু ২৫ বছরের সাম্রাজ্য হাতছাড়া হয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার বদলে এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান। 

I am a BPL MP': Adhir Ranjan Chowdhury braces for 'hard times' ahead after  loss to Yusuf Pathan - The Economic Times

তবে হারের পরেই এক অবাক করা সিদ্ধান্ত নিয়েছেন অধীর চৌধুরী। জল্পনা শুরু হয়েছে যে, তিনি নাকি রাজনীতি থেকে অবসর নিতে  চলেছেন। তবে এই জল্পনার উত্তর দিয়েছেন কংগ্রেস নেতা খোদ। তিনি জানিয়েছেন, "মল্লিকার্জুন খাড়গে আমায় ফোন করেছিলেন। কাল, দিল্লি যাচ্ছি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে।" 

তিনি আরও বলেন যে, " দিল্লিতে অনেকে গুজব ছড়াচ্ছেন, আমি নাকি পার্টি এবং আমার দায়িত্ব থেকে পালিয়ে বেরাচ্ছি। অথচ আমার সঙ্গে আমার পার্টির নেতাদের নিত্য যোগাযোগ রয়েছে। আমায় দিল্লিতে ডাকাও হয়েছে। দিল্লিতে থাকব কাল, কেউ দেখা করতে আসতে চাইলে আসতে পারেন। " 

 

Add 1