নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ চৈত্রের মাঝামাঝিতে তীব্র দাবদাহের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ বাড়ছে বর্ধমান লোকসভা কেন্দ্রে দুই প্রার্থীর বাগযুদ্ধে। এই তাপপ্রবাহের মধ্যেই হুড খোলা গাড়ির উপর দাঁড়িয়ে এক গ্লাস কাঁচা আমের শরবত খেয়ে শরীরকে শীতল করে জনসংযোগ সারছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃতি আজাদ।
প্রচারে সঙ্গ দিচ্ছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুরের দুই ও তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে আজ বৃহস্পতিবার সারাদিন প্রচার করেন তিনি। প্রচারের মাঝেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিশানা করে তৃণমূল প্রার্থী কৃতি আজাদ বলেন, '' বিজেপি দিলীপ ঘোষকে প্যাকিং করে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছিল। আবার প্যাকিং না খুলেই বর্ধমান দুর্গাপুরের লোকসভার মানুষ মেদিনীপুরে পাঠিয়ে দেবে। বিজেপি জমিদারি প্রথা চালু করে দাদাগিরি করছে। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু দিদির নেতৃত্বে তৃণমূলের সব কর্মীরাই ওদের এলাকা ছাড়া করবে। ওদের প্রশ্ন করুন বর্ধমান দুর্গাপুরের ৫ বছরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কি কাজ করেছেন। ''