নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ের মানস ভুঁইয়ার হাত ধরে তৃণমূলে শতাধিক পরিবার

তৃণমূলে যোগ শতাধিক পরিবারের।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, সবংঃ আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচারের শেষ দিন। প্রচারের শেষ দিনে চমক দিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। সবং ব্লকের তিন নম্বর ডান্ডরা মুসলিম পল্লীতে গত পঞ্চায়েত নির্বাচনে যারা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই সমস্ত সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে প্রায় ৩০০ জন কর্মী আজকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়া। তাদের সঙ্গে উপস্থিত  ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্সসহ বহু নেতৃত্ব। 

সভাতে বক্তব্য রাখতে গিয়ে মানস রঞ্জন বলেছেন যে, ''  বিজেপি এবং নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরছে না। বাংলায় তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় ভিন্ন রাজনৈতিক দলগুলো তারা অনেক এগিয়ে গিয়েছে। এই বিভেদকামী রাজনৈতিক দলকে পরাজিত করতে হবে। বিশেষ করে আমার মায়েদের বোনেদের উদ্দেশ্যে বলা সকাল সকাল বুথকেন্দ্রে পৌঁছে যাবেন আমাদের প্রার্থীকে ভোট দেবেন। কারণ বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়া সম্ভব না প্রবল চারদিক থেকে ভিন্নভাবে যা খবর আসছে বিজেপির লোকরা টাকা থলি নিয়ে তারা বিভিন্ন পাড়ায় মহল্লায় আদিবাসী ভাইবোনদের কাছে পৌঁছে যাচ্ছে। এই দুটো রাত আমাদেরকে সজাগ থাকতে হবে। পাড়ায় পাড়ায় আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে না মানুষ কে বিভ্রান্ত করতে না পারে। '' 

Add 1