'' আজ আমি যা কিছু পেয়েছি সব প্রধানমন্ত্রী মোদীর জন্য '' দাবী ওম বিড়লার

ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্পিকার বিড়লা।

author-image
Adrita
New Update
a

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি প্রার্থী ওম বিড়লা বলেন, '' প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছি। পরিকাঠামো হোক বা সমাজকল্যাণ, প্রধানমন্ত্রী মোদী যেভাবে প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছেন, তাতে মানুষ খুশি। কোটার মানুষ আমাকে এত ভালবাসা আর স্নেহ দিয়েছেন যে আজ আমি যা কিছু হয়েছি, তার সবই এই সবের জন্য। এবারও তারা আমাকে আশীর্বাদ করবেন, যা আমাকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে। '' 

Prestige of legislative bodies is increasingly eroding: Om Birla | Latest  News India - Hindustan Times

LS Speaker Om Birla launches One of its Kind 'Kalam Website'

Add 1