জানেন রায়বেরেলি লোকসভা আসনের প্রার্থী রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ কত ?

৫৫ হাজার টাকা নগদ রয়েছে রাহুলের।

author-image
Adrita
New Update
dc

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায়, রাহুল গান্ধী তার ২০ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করেছেন। এর মধ্যে ৪.২ লাখ টাকার সোনা রয়েছে তার। তিনি আরও জানান যে, কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও, তার নিজের নামে কোনও গাড়ি নেই, এমনকি তার নিজের কোনও বাড়িও নেই।

Lok Sabha elections: Rahul Gandhi declares assets worth over Rs 20 crore | Lok  Sabha Elections News - Business Standard

এ ছাড়া কংগ্রেস নেতা আরও জানিয়েছেন, তার ১১ কোটি ১৫ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে তিনি নিজে কিনেছেন ৯ কোটি ৪ লাখ ৮৯ হাজার টাকার সম্পত্তি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রায় ২ কোটি ১০ লাখ টাকার সম্পত্তি রয়েছে তার। এছাড়াও, ৫৫ হাজার টাকা নগদ রয়েছে রাহুল গান্ধীর। তবে তার ঋণ দায় রয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। 

Suspense ends, Rahul Gandhi to contest Lok Sabha elections from Raebareli,  Congress loyalist Kishori Lal Sharma from Amethi | Elections News - The  Indian Express

Add 1